Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাই উপজেলায় পৈতৃক সম্পত্তির জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামে এক যুবক
ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাকিম মিয়া মোড়াকরি গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে দু'পক্ষেরই বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। 

এরই জের ধরে দু'পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাকিম মিয়া নিহত হন এবং সংঘর্ষে আরো অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাকিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওসি আরো জানান, ফের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 

Bootstrap Image Preview