বগুড়ার ধুনট উপজেলায় নাছিমা খাতুন নামে এক পুত্রবধূর বিরুদ্ধে খাবারে বিষ মিশিয়ে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার চেষ্টার লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালের দিকে তার শ্বশুর মোহাম্মাদ আলী বাদী হয়ে ধুনট থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামবল্লমপুর খাদুলী গ্রামের মোহাম্মাদ আলী (৫০) মাটি কাটা শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী মোমেনা খাতুন (৪৫) গৃহকর্মী।
অন্যান্য দিনের ন্যায় ১৬ অক্টোবর সকালে ডাল-ভাত খেয়ে জীবিকার তাগিদে স্বামী-স্ত্রী বাড়ির বাইরে যায়। সকালে খাবারের পর অবশিষ্ট ডাল-ভাত দুপুরে খাবারের জন্য পাতিলের ভেতর রান্না ঘরে রেখেছিল। এসময় মোহাম্মাদ আলীর ছেলে আব্দুল মোমিনের স্ত্রী নাছিমা খাতুন সেই ডালের ভেতর দানাদার বিষ মিশিয়ে রাখে।
এদিকে দিনের কাজ শেষে বাড়িতে ফিরে স্বামী-স্ত্রী ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে দুপুরের খাবার খেতে বসে। স্বামী-স্ত্রী এক সাথে ডাল-ভাত খাওয়ার পর শরীরে বিষক্রীয়ার সৃষ্টি হয়। এসময় স্বামী-স্ত্রী বিষক্রীয়ার কারণ খতিয়ে দেখেন পাতিলের তলায় ডালের সাথে দানাদার বিষ জমে আছে।
অসুস্থ্য স্বামী-স্ত্রীকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মোহাম্মাদ আলী বাদী হয়ে পুত্রবধূ নাছিমা খাতুনসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাছিমা খাতুন বলেন, শ্বশুর-শাশুড়ির সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। খাবারে বিষ মিশানোর ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, পুত্রবধূর বিরুদ্ধে খাবারে বিষ মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।