Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'খাদ্য অধিদপ্তরের জনবল নিয়োগের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫৮ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


খাদ্য অধিদপ্তরে জনবল নিয়োগের বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধিদপ্তরের অধীন নন-গেজেটেড ২৪ ক্যাটাগরিতে ১১৬৬ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগের নিমিত্ত ১১.০৭.২০১৮ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত না হলেও কতিপয় দুষ্টচক্র ফেসবুকে পরীক্ষার তারিখ প্রচার করছে, যা দুরভিসন্ধি ও প্রতারণা কৌশল হতে পারে বলে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোন প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে বিশ্বাস না করার জন্য খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খাদ্য অধিদপ্তরের নিয়োগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত আছে। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আবেদনকারীকে সরাসরি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dgfood.gov.bd) তা প্রকাশ করা হবে।

Bootstrap Image Preview