ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের উদ্যোগে নিরাপদ সড়ক সচেতনতার লক্ষ্যে নগরকান্দায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ অক্টোবর) সকাল ১০ টায় নিরাপদ সড়ক সচেতনতার লক্ষ্যে নগরকান্দা বাজারের প্রধান সড়ক এ র্যালী অনুষ্ঠিত হয়।
শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা নিরপদ সড়ক সচেতনার লক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্লাকার্ড নিয়ে র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক। সিনিয়র শিক্ষক হরিদাস বাবু, আবুল খায়ের, দিলিপ কুমার মন্ডল, কামরুন্নাহার বেগম প্রমুখ।