Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:১৩ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:১৩ PM

bdmorning Image Preview


"আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো শ্রীমঙ্গলেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নিরাপদ ‘সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা’র উদ্যোগে একটি র‌্যালী বের হয়। পরে  নিরাপদ সড়ক কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এসময় বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ হরিপদ রায়, পুলিশ পরিদর্শক রুপন কুমার রায়।

র‌্যালি ও আলোচনা সভায় শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল ট্রাফিক জোনের কর্মকর্তারা ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

এসময় গাড়ির চালক ও জনসাধারণের মধ্যে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Bootstrap Image Preview