Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত নদীচিত্র প্রদর্শনী ​​​​​​​

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৮ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারইন পিপল শাখার আয়োজনে প্রথমবারের মত নদীচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী ক্যাম্পাসের কৃষ্ণচূড়া সড়কের দু'পাশে এ প্রদর্শনী চলবে। প্রদর্শনী উদ্বোধন করবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এতে রিভারাইন পিপলের পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ-এর একক নদীচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে রংপুর বিভাগের দেড়শ নদীর চিত্র প্রদর্শন করা হবে।
 
রিভারইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, অবৈতনিক সদস্য মোঃ  মনিরুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশ-এর কর্মসূচি পরিচালক এম বি আখতার, পলিসি এডভোকেসি ক্যাম্পেইন এন্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম মনজুর রশীদ প্রকল্প সমন্বয়ক, জলশাসন এর এনামুল মজিদ খান সিদ্দিকী, গণ উন্নয়ন কেন্দ্র (এটক), গাইবান্ধা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আব্দুস্ সালাম, ফটো সংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক উমর ফারুক।  

 

Bootstrap Image Preview