Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাতকে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মানববন্ধন

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


ছাতকে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ কর্মসূচির অংশ হিসেবে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার সকালে বিদ্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে বিদ্যালয় সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য হাজী ইছহাক আলী, অভিভাক সদস্য সামছুল ইসলাম, আলহাজ্ব সালেহ আহমদ, জাহের হোসেন লাহিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, মহিলা অভিভাবক সদস্য গৌরী রানী দাস প্রমুখ।

 

Bootstrap Image Preview