Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ইয়াবা ও ফেনসিডিলসহ মহিলা আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৫শ' পিস ইয়াবা ও ১৪ বোতল ফেনসিডিলসহ মিতু খাতুন (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

সোমবার (২২ অক্টোবর) সন্ধায় বেনাপোল পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মিতু খাতুন যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একজন নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে ট্রেনে করে নওয়াপাড়া যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫শ' পিস ইয়াবা ও ১৪ বোতল ফেনসিডিলসহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বিডিমর্নিংকে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিলসহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview