Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে জাতীয় উন্নয়নমেলায় উপচে পড়া ভিড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের '৪র্থ জাতীয় উন্নয়নমেলায় প্রবাসী বাংলাদেশিসহ দেশটির নানা পর্যায়ের মানুষ স্বঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। মেলায় নানা পর্যায়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ সোমবার দুপুরে আঙ্কারাস্থ ওরানের মেনেক হোটেলের সম্মেলন কক্ষে 'জাতীয় উন্নয়নমেলা' উদযাপন উপলক্ষে দূতাবাস বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের উপর তথ্যভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করে।

উন্নয়নেমেলার এ আলোচনা সভায় বাঙালি প্রবাসী ও তুরস্কে অধ্যায়ণরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীগণ এবাং দূতাবাসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত সম্মেলন কক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নবিষয়ক একটি চিত্র ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।

উন্নয়ন মেলার শুরুতেই রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে সম্মেলন কক্ষে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে '৪র্থ জাতীয় উন্নয়নমেলা' শুরু হয়। অতপর বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রার উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সম্প্রতি মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশের উত্তরণ বিষয়ে দূতাবাস হোটেলের ছবি গ্যালারিতে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর 'উন্নয়ন ও অগ্রযাত্রা' শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

সেমিনারের শুরুতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন বিশ্ব ব্যাংকের আঙ্কারাস্থ কার্যালয়ে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা হাবীব রব।

তিনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক শক্তি ও স্থিতিশীলতার বিভিন্ন দিক এবং সম্ভাবনার দিকগুলো অতিথিদের মাঝে তুলে ধরেন। একইভাবে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও সম্ভাবনা, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতিমালা এবং কৃষিখাতে অগ্রগামিতার বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার এক্সপার্ট শেখ মোঃ আহাদুজ্জামান।

সমাপনী বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী বাঙ্গালী জাতি হিসেবে আজকে বাংলাদেশীদের বৈশ্বিক অবস্থান এবং স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতপরঃ তিনি বঙ্গবন্ধুর সুযোগ্যাকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নের রৈখিকচিত্র উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন।

তিনি দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে অবদান রাখার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া অতি সম্প্রতি অর্থনৈতিক ও সামাজিক সূচকের সব মানদণ্ডে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ে বিষেশভাবে আলোকপাত করেন।

তিনি এ প্রজন্মের বাংলাদেশীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন যে, নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অতপরঃ অতিথিবৃন্দ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং খাবার শেষে দূতাবাস কর্তৃক আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করেন। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, ছাত্র-ছাত্রী এবং দূতাবাসের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে '৪র্থ জাতীয় উন্নয়ন মেলা' উদযাপন অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

উল্লেখ্য, উন্নয়নমেলার অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা আগামী ৬-৮ নভেম্বর ২০১৮ তারিখে স্থানীয় সুইস হোটেলের সহযোগিতয় বাংলাদেশের খাদ্য উৎসব আয়োজন করবে।

Bootstrap Image Preview