Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে চালু হলো জিডির নতুন ‘পদ্ধতি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:০২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাগরিকদের হয়রানি কমাতে, দালালদের দৌরাত্ম কমাতে সেই সাথে পুলিশের সেবা সহজতর করতে গাজীপুরে চালু হয়েছে সাধারণ ডায়েরির (জিডি) নতুন পদ্ধতি। এখন নির্ধারিত একটি ফরমে ছক পূরণ করে সহজেই থানায় জিডি এন্ট্রি করতে পারবেন সেবা গ্রহণকারীরা।

এ বিষয়ে গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, প্রতিটি থানায় ডিউটি অফিসারদের কাছে ওই ফর্ম থাকবে। বিনামূল্যের ওই ফরমে নির্ধারিত ছক পূরণ করে সই দিলেই জিডির কাজ সম্পন্ন হবে।

তিনি আরও জানান, নিয়ম কানুন জানা না থাকায় অনেকেই আগে জিডি করতে গিয়ে থানার বাইরে দালালের খপ্পরে পড়তেন। তাদের কারো কাছে অনেক সময় কাগজও থাকত না। এই সুযোগে ‘জিডি রাইটার’ নামে একটি শ্রেণিই তৈরি হয়ে গিয়েছিল, যারা অভিযোগ লিখে দেওয়ার জন্য ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিতেন।

নতুন ফরমের নির্ধারিত ছকে জিডির ব্যবস্থা চালু হওয়ায় এখন দালালদের হয়রানি থেকে নগরবাসী রেহাই পাবে এবং সময় বাঁচবে বলেও মন্তব্য করেন পুলিশ কমিশনার।

Bootstrap Image Preview