Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না রাহুল গান্ধী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


ভারতে ২০১৯ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম।

সোমবার (২২ অক্টোবর) এক সাক্ষাৎকারে কংগ্রসের নেতা ও সাবেক অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক অর্থমন্ত্রী বলেন, আমরা কখনো বলিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে চাইছি আমরা। যদি কখনো দলের কোনো সমর্থক বা নেতা এই প্রসঙ্গে কথা বলতে চান, দলই তাকে থামিয়ে দেয়। আমাদের একটাই উদ্দেশ্য, বিজেপিকে হারানো। তার জায়গায় একটা উন্নয়নশীল, জনগণকে স্বাধীনতা প্রদানকারী, নারী ও শিশুদের সুরক্ষা দানকারী, কৃষকদের কল্যাণকামী সরকার আমরা চাই। তার জন্য জোট সরকারের প্রয়োজন।

কে প্রধানমন্ত্রী হবে তা ভোটের পর যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। রাহুল গান্ধী আগেও এই কথা বলেছিলেন। গত ৫ অক্টোবর একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, এই নির্বাচনটা দু’টো ধাপে হবে। প্রথম ধাপে ভোট এবং দ্বিতীয় ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শরিক দলগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। আর সে জন্য বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোট জরুরি। কিন্তু জোটের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুলকে অনেক দলই মানতে রাজি নয়। সে প্রসঙ্গে রাহুল অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, সর্বসম্মতভাবে রাজি না হলে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না। এবার সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম দলের সেই সিদ্ধান্তই আরো স্পষ্ট করে দিলেন জোট শরিকদের কাছে।

তিনি এদিন বলেন, ‘আমরা কখনো বলিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে চাইছি আমরা। যদি কখনো দলের কোনো সমর্থক বা নেতা এ প্রসঙ্গে কথা বলতে চান, দলই তাঁকে থামিয়ে দেয়। আমাদের একটাই উদ্দেশ্য, বিজেপিকে হারানো।’ তার জন্য জোট সরকারের প্রয়োজন। কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে ভোটের পর যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। খবর- আনন্দবাজার পত্রিকা

Bootstrap Image Preview