Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রেন-ট্রাক সংঘর্ষ, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১১:০৮ AM

bdmorning Image Preview


যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার ( ২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

এব্যাপারে অভয়নগর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহসিন আলী বলেন, ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। অন্য দিকে ঘাট এলাকা থেকে পাথববোঝাই করে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট১৪-০৩২১) যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য নোয়াপাড়া রেলস্টেশন পার হচ্ছিল। এ সময় রেলস্টেশনের পাঁচকবর এলাকায় ওই ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি ব্যাপাক ক্ষতি হয়।

ঘটনাস্থলে খুলনা থেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার মহসিন আলী।
 

Bootstrap Image Preview