Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ম্যাচে ব্যথার চোটে বল ছেড়ে দিয়েছিলেন মুস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:০৯ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ে সিরিজের আগে থেকে জ্বরে আক্রন্ত হন পেসার রুবেল হোসেন যার জন্য ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি।কিন্তু প্রথম ম্যাচের ঐ দিন টাইগার দলের  আরো একজন পেসার ব্যথার চোটে বল করতে পারছিলেন না। যার জন্য তাকে দিয়ে ১০ ওভার বোলিং করার কোটা পূরন না করিয়ে ম্যাচ জয় করেন মাশরাফি ।

এখন প্রশ্ন উঠছে কাটার মাস্টার মুস্তাফিজ তো ৮ ওভার বল করেছিলেন কিন্তু শেষের দুই ওভার তাকে কেন ব্যবহার করা হলো না?

চট্টগ্রামে  দ্বিতীয় ম্যাচে আগের দিন মাঠে নামার আগে সেই কথা জানালেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা, কোটা ফুল করা গুরুত্বপূর্ণ না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ প্রথমত। দ্বিতীয়ত, ওর শরীরটা খারাপ ছিল। আস্তে আস্তে ফিরেছে। ভালো অবস্থায় আসছে। আজ নেটে ফুল রান আপে বোলিংও করেছে। মুস্তাফিজের এলবোতে একটু ব্যথা আছে। আজ বোলিংও করেছে। একটু পর ফিজিও রিপোর্টও দেবে। যেটা বললাম কোটা ফুল করা গুরুত্বপূর্ণ না….ফুল কোটা করতে গেলে আমাদেরকেও খেয়াল রাখতে হয় যেন পরপর সিরিজ আসছে..টেস্ট ম্যাচও আসছে। যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন চাপ না আসে, যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি। এসব জিনিস চিন্তার মধ্যে থাকে। ও নিজে কমপ্লেন করছিল। নিজে বলছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। তাই ওকে ব্রেক দেওয়া। বিশেষ করে বোলার যখন নিজে ফিল করে যে পারছে না। আর বাকিরা সবাই সুস্থই আছে। এখন সবাই ভালো আছে।

 

Bootstrap Image Preview