Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে নকল কীটনাশক কারখানার সন্ধান

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:০০ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে নকল কীটনাশকের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করেছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিনের ধানের চাতালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এ অভিযান পরিচালনা করে প্রায় ৪০টন নকল কীটনাশক জব্দ করেন।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে চাতালের লোকজন সরে পড়ে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান। তিনি জানান, ধারনা করা হচ্ছে জব্দকৃত রং মিশ্রিত বালুগুলি কীটনাশক হিসেবে বাজারজাত করার জন্য চাতালে প্যাকেট করা হচ্ছিল।

এলাকাবাসী জানায়, কিছুদিন যাবত ঐ চাতালে গোপনে মোটা বালুর সাথে রং মিশ্রন করে নকল কীটনাশক তৈরী করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

Bootstrap Image Preview