Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোডাউন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
মনোনয়ন প্রত্যাশী স্বপন চৌধুরীর মোটরসাইকেল শোডাউন


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলী নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে এক বিশাল শোডাউন করেছেন।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত নান্দাইল উপজেলার বিভিন্ন রাস্তায় শোডাউন করা হয়। বেলা ১ঘটিকায় বারুইগ্রাম মাদরাসার মাঠ থেকে শোডাউনটি শুরু করে উপজেলা সদর হয়ে পশ্চিম নান্দাইলের প্রধান প্রধান রাস্তায় শোডাউন করে মিছিলটি নান্দাইল দক্ষিণ অংশে জামতলা বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল পূর্ব বারুইগ্রাম মাদরাসার মাঠে পথ সভায় আব্দুল মালেক চৌধুরী স্বপন বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকার পূনরায় দরকার। তিনি নেতাকর্মীদের নৌকার পক্ষে ঘরে ঘরে প্রচারনা চালানোর আহবান জানান। এসময় অপর মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা এডিএম সালাউদ্দিন হুমায়ুন ও সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কবির সুমন বক্তব্য রাখেন। বক্তব্যে তারা নান্দাইল থেকে নতুন প্রার্থী মনোনয়ন দান করার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ জানান। পরে তিন নেতা যথাক্রমে আব্দুল মালেক চৌধুরী স্বপন, এডি এম সালাউদ্দিন হুমায়ুন ও শাহজাহান কবির সুমন যৌথভাবে মোটরসাইকেল শোডাউনে যোগদান করেন।

উক্ত মোটরসাইকেল শোডাউনে সার্বিক সমন্বয় করেন নান্দাইল উপজেলা যুবলীদের আহবায়ক মোঃ শহিদুল্লাহ শহিদ। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

Bootstrap Image Preview