Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদীর মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview
জব্দকৃত মাটিসমূহের একাংশ


নদী থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রির করার অপরাধে টাঙ্গাইলের মির্জাপুরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মোশারফ হোসেনের হেফাজতে থাকা ৯টি ড্রাম ট্রাকে থাকা মাটি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন এ জরিমানা আদায় করেন।

দন্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মির্জাপুর পৌর এলাকার পুষ্টাকামুরী চরপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, উয়ার্শী ইউনিয়নের রাজাপুর এলাকায় লৌহজং নদীর তীর কেটে অবৈধভাবে মাটি ড্রাম ট্রাকযোগে রাতের আধারে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোমবার রাতে পৌর এলাকার পুষ্টকামুরী যহোরবাড়ির মোড় এলাকায় অবস্থান নিয়ে মাটিবোঝাই ৯টি ট্রাক আটক করেন।

পরে মঙ্গলবার দুপুরে নদীর তীর কেটে মাটি পরিবহন যোগে তা বিক্রির অপরাধে মোশারফ হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ৯টি ট্রাকের মাটি জব্দ করেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে নদীর তীর কেটে মাটি বিক্রির অপরাধে মোশারফ হোসেনকে জরিমানা করা হয়েছে।

Bootstrap Image Preview