Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিপ্রবির  উন্নয়ন ও পরিকল্পনা পরিচালকের দাফন

দেবহাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক আকবর আলীর দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) বাদ যোহর তার জন্মস্থান দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

মরহুমের জানাজার নামাজে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ-রেজিষ্টার মাহমুদ হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার আহসান হাবিব, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফছার আলী বাবলুসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন ।দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। 

Bootstrap Image Preview