Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


২১ আগস্ট গ্রেনেড হামলার মদতদাতা হিসাবে আদালতের রায়ে অভিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার বেলা ১১টায় মহিপুর থানা যুবলীগের আয়োজনে শেখ রাসেল সেতুর পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, মহিপুর থানা সদর ইউনিয়ন চেয়ারম্যান আ. ছালাম আকন, থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, সদস্য সচিব মাসুদ রানা, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফেরদৌস হাসান, ধুলাসর ইউনিয়ন যুবলীগ সভাপতি কিশোর প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান জাতির পিতার হত্যা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আগস্ট মাসেই তারই উত্তরসূরী তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। তাই তারেক রহমানের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

 

Bootstrap Image Preview