Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

আবু নাসের হুসাইন, সালথা ফরিদপুর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের রাজিব বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের রাজিব বিশ্বাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণ করেন। এসময় রাজিব বিশ্বাসের ১টি বসতঘর ও তাহাজ্জুদ বিশ্বাসের ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার দুটি।

সালথা থানার এস.আই স্বপন কুমার বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

Bootstrap Image Preview