Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিশ শিকারের দায়ে ভোলায় ১২ জেলের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview


ভোলা প্রতিনিধিঃ

মা ইলিশ ধরার অপরাধে ভোলায় ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) তাদের ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাদণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামাল হোসেন এ রায় দেন।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেকের ১ বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কবির, রিয়াজ, শাহ আলম, রুহুল আমিন, আলামিন, মনির, সাকিল, জামাল, নাইম, জাফর, কালাম ও রুহুল আমিন। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ আসাদুজ্জামান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারে সে লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ড। মেঘনা নদীর ভেদুরিয়া, হাজিরহাট, শ্রীপুর, চন্দ্রমোহন এলাকায় অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়।

এ দিকে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় আর মা ইলিশ অসহায় গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন নুরুজ্জামান শেখ জানান, মা ইলিশ রক্ষায় সরকারের অন্যান্য বিভাগের মত এ বিভাগও সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে অবদান রাখছে। প্রতিদিনই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হচ্ছে। আগামী দিনগুলোতেও মা ইলিশ রক্ষার এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (রবিবার) থেকে আগামী ২৮ অক্টোবর (রবিবার) পর্যন্ত নদীতে সকল প্রকার মাছ শিকার করা, জাল ফেলা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

Bootstrap Image Preview