Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ১ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় উইলার আঘাতে মেক্সিকোতে ভূমিধস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের মেক্সিকো অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় উইলার আঘাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়টিকে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টিতে ক্যাটাগরি তিন মাত্রার বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বা ১২০ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। চলতি মাসেই শক্তিশালী হারিকেন মাইকেলের আঘাতে ফ্লোরিডায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

সান ব্লাস থেকে পর্যটক শহর মাজালতান এবং লাস ইসলাস মারিয়াসে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ভূমিধসের পর ঘূর্ণিঝড়টির শক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় থেকে আকস্মিক বন্যা ও ভূমিধস আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Bootstrap Image Preview