Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৃদ্ধাশ্রমে ৯২ বছরের বৃদ্ধাকে ‘পেটালো’ ১০২ বছরের বৃদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বৃদ্ধাশ্রমে ৯২ বছর বয়সী এক বৃদ্ধাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে ১০২ বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার পুলিশ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই বৃদ্ধ শর্তাধীনে জামিন পেয়েছেন। ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

পুলিশ বলছে, সিডনি পূর্ব শহরতলির একটি বৃদ্ধাশ্রমে এই ঘটনা ঘটেছে। আগামী মাসে অভিযুক্ত বৃদ্ধকে আদালতে তোলা হবে।

পুলিশ অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলছে, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় তাদের মাঝে হাতা হাতি হয় এবং গায়ে হাত তুলে এবং পেটায়।

বন্ডি সৈকতের খুব কাছেই আশ্রমটি অবস্থিত। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত বৃদ্ধকে তাদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে।

নভেম্বরের ২০ তারিখ তাকে আদালতে হাজির হতে হবে। তবে ওই তারিখ পর্যন্ত বৃদ্ধের জামিন মঞ্জুর করেছে আদালত।

যৌবনে অনেক শতায়ু ব্যক্তিকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু একশ বছর পার হয়ে যাওয়ার পরও কোনো বৃদ্ধের এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার ঘটনা বিরল।

ওই বৃদ্ধাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। ওই বৃদ্ধা ও তাঁর পরিবারের লোকজনের প্রতি আমরা সমব্যথী। আবাসিকদের সুরক্ষা ও সুস্থ থাকার বিষয়টির উপর আমরা সবচেয়ে বেশি নজর দিই। আমরা এই ঘটনার কথা জানার পরেই পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি।’

Bootstrap Image Preview