Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোখের সামনে মৃত্যুপথযাত্রী দেখেও এগিয়ে এলো না কেউ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৪২ PM

bdmorning Image Preview


রাজধানীর হাতিরঝিলে এক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হোন দুই যুবক। গতকাল মঙ্গলবার হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন একটি ব্রিজের ওপর ঘটা ওই দুর্ঘটনার তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেন শরীফ উল ইসলাম নামের এক ব্যাক্তি।

তার ভাষ্যমতে, ঘটনাস্থলে অনেকেই ভীড় করেছিলেন; কিন্তু আক্রান্ত ওই দুই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসলেন না কেউ! পাশে দাঁড়িয়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বাড়িয়ে দেননি কোনো সাহায্যের হাত। ঘটনা দেখেও নির্লিপ্তভাবে চলে গেছে গণমাধ্যম পরিবহন, এমনকি হাসপাতালের জরুরী অ্যাম্বুলেন্স! মানুষের এমন মানবতাহীনতাকে মানতে পারেননি একজন পথচারী। নিজের চোখে দূর্ঘটনায় আক্রান্ত দুই যুবকের প্রতি উপস্থিত জনগণ ও রাস্তায় গাড়িতে চলা অন্যান্য প্রাতিষ্ঠানিক কর্মকর্তা/কর্মচারীদের এমন শিথিলতা দেখে মর্মাহত হয়েছেন শরীফ উল ইসলাম নামের ওই ব্যক্তি।

শরীফ উল ইসলামের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলঃ

আজ সকালে হাতিরঝিলে বাইক অ্যাক্সিডেন্টে একজন স্পট ডেড আর একজন কোনোরকমে বেঁচে ছিল।

আমি প্রায় ৩০ মিনিটের বেশি একা গাড়ি থামানোর চেষ্টা করলাম আর সাথে যে এত্তগুলো মানুষ দেখছেন ইনারা তামাসা দেখছিল। সাথে তিন জন র‍্যাবের লোকও ছিল, কত করে বললাম ভাই আপনারা একটু হেল্প করেন- একটা সিএনজি আটকান কিন্তু তারা কোনো স্টেপ না নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে।

একটা পুলিশের গাড়ি আটকালাম, তাদের কাছে হেল্প চাইতে বলল, ‘এটা আমাদের ইউনিট না।’

সচিবালয়ের গাড়ি ধরে বললাম ভাই একটু সাহায্য করেন, হয়তো একজনকে বাঁচানো যাবে এখনো। উত্তরে বলে, ‘অমুক সচিবের গাড়ি, তাড়া আছে।’

একটা টিভি চ্যানেলের গাড়ি, বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি পাশ দিয়ে দেখে গেল, কিন্তু থামালো না৷

৯৯৯ এ কতবার কল দিলাম, আশপাশের কয়েকজনকে দিয়ে কল দেওয়ালাম, কিন্তু আনঅ্যাভেইলেবল (Unavailable) দেখাচ্ছিল।

অবশেষে প্রায় ৩০ মিনিট পর একটা সিএনজিতে করে নেওয়া হল।

কোথায় মানবতা? মানুষ মরে পড়ে থাকলে কেউ এগিয়ে আসে না। নিজেকে এতটা অসহায় কোনোদিনও মনে হয় নাই। আজ যদি আপনার পরিবারের কারো সাথে এমন হয় পারবেন চুপ থাকতে? নানা টাল্টি-বাল্টি করে পালাতে? এমন সেলফিস জাতি আমি আজ প্রথম দেখলাম।

Bootstrap Image Preview