Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে ব্যারিষ্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৩৪ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৩৪ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জে ব্যারিষ্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে অাদালতে মানহানির মামলা দায়ের করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম।

অাজ বৃহস্পতিবার সকালে আমলগ্রহণকারী ১নং জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করা হয়। 

অাদালত সূত্রে জানা যায়, অাদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক শামীম মামলাটি আমলে নিয়ে সশরীরে হাজির হওয়ার জন্য আসামির প্রতি সমন জারি করেন। আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করায় নারী সমাজ সামাজিক ও মানসিকভাবে অপমানিত হয়েছেন। নারীদের নিয়ে এরকম মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের সচেতন নারী সমাজের পক্ষে এ মামলা দায়ের করছেন বলে জানান মামলার বাদী বিলকিছ বেগম। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, এডভোকেট নাসির উদ্দীন ফারুকীসহ সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ।  

 

 

 

Bootstrap Image Preview