Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইসিইউ থেকে ফিরে পূর্ণ বিশ্রামে পূর্ণিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM

bdmorning Image Preview


টানা দুইদিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পূর্ণিমা। গত বুধবার (২৪ অক্টোবর) বাসায় ফিরেছেন তিনি। তবে এখনি কাজে ফিরতে পারছেন না নায়িকা, কেননা ডাক্তারের কড়া নিষেধ।

পূর্ণিমার অসুস্থতার খবর জানান তার স্বামী আহমেদ ফাহাদ জামাল। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।’

তিনি আরো জানান, ‘ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

দীর্ঘ বিরতির পর ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণিমা। দুটি ছবিতেই তার সঙ্গে জুটি বাঁধবেন চিত্রনায়ক ফেরদৌস। এই দুটি ছবির মাধ্যমে টানা পাঁচ বছরের বিরতি ভাঙবে এই অভিনেত্রীর। তবে সিনেমা থেকে দূরে থাকলেও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন পূর্ণিমা।

Bootstrap Image Preview