Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের মন্ত্রীর কেন এমন দশা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চেয়ারে বসে আছেন এক নারী। আষ্টেপৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা। মুখ বাঁধা রয়েছে সাদা কাপড়ের টুকরো দিয়ে। তিনি আর কেউ নন, ভারতের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

এমন ছবি স্মৃতি নিজেই প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘হাম বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়।’ অর্থাৎ আমি মুখ খুললেই বলা হবে, আমি কথা বলছি।

সম্প্রতি ভারতে বহুল আলোচিত শবরীমালা মন্দির রায় দিয়ে তিনি বলেছিলেন,‘ঋতুস্রাবের রক্তে ভেজা স্যানিটারি ন্যাপকিন নিয়ে কি আপনি বন্ধুর বাড়িতে যান? তাহলে, দেবালয়েই বা যাবেন কেন?’

উল্লেখ্য, শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশ করলে তা ‘অপবিত্র’ বলে গণ্য হতো। সে কারণে ওই বয়ঃসীমার কোনও নারী প্রবেশ করতে পারতেন না মন্দিরে।

সুপ্রিমকোর্টের রায়ে সেই নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিতর্ক অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে একজন কেন্দ্রীয় মন্ত্রীর এ মন্তব্যে বিতর্ক এক অন্য মোড় নেয়। বিতর্ক সৃষ্টি হওয়ার পরই মন্ত্রী নিজের মুখ বন্ধ করার এ ছবি প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview