Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নকল জসিমের খোঁজ পাওয়া গেছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:২৩ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:২৬ PM

bdmorning Image Preview
বিজ্ঞাপনচিত্রটির মডেল রিয়েল (নকল জসিম)


এবার মিলেছে নকল জসিমের খোঁজ। প্রাণ আরএফএল পিভিসি পাইপের একটি বিজ্ঞাপনচিত্রেই কাজ করতে চলেছেন এই নকল জসিম। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ প্রয়াত নায়ক জসিমকে তো আর পাওয়া যাচ্ছে না। তাই ভক্তদের সামনে জসিম হয়েই হাজির হবেন দেখতে জসিমের মতোই একজন।

জানা যায়, নকল এই জসিমের আসল নাম রিয়েল। রিয়েল প্রাণ প্রডাকশনেই কাজ করেন। নায়ক জসিমের চেহারার সাথে তার চেহারার অনেকটা মিল রয়েছে। এ মিল থাকার কারণে অনেকে তাকে এ নামেও ডাকেন। আর একই কারণে বিজ্ঞাপনে কাজ করার সুযোগটিও পেয়ে গেছেন তিনি।

বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন নাফিস রেজা। শৈল্পিক নির্দেশনায় আছেন আশরাফুল আলম রিপন।

রিপন বললেন, বিজ্ঞাপনের গল্পে জসিমকে দেখা যায় তিনি নানামুখী চাপে থাকেন। এই চাপ অসহনীয়, চাপ থেকে মুক্তি কীভাবে মিলবে? বিজ্ঞাপনেই মেলে তার সমাধান। মূলত এটা প্রতিষ্ঠিত করার জন্যই শ্রদ্ধেয় জসিমকে আমরা হাজির করেছি। জসিমের লুক- আনার জন্য রিয়েলকে আমরা যথার্থভাবে ঠিক করেছি।

Bootstrap Image Preview