Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেঙে পড়ছে পাঁচতলা ভবনটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেআইনি নির্মাণের বড় খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ভবন নির্মাণে মানা হয়নি আইন। স্থানীয় কর্তৃপক্ষের যথাযথ অনুমোদনও নেয়া হয়নি। ফলে নির্মাণ ত্রুটি থেকেই গেছে ভবনটিতে।

বৃহস্পতিবার সকালে হঠাৎ করে হেলে পড়ে ভারতের তিলজলা শিবতলা লেন অঞ্চলের পাঁচতলা ভবনটি। হেলে পড়ে সেটি আঘাত করেছে পাশের ভবনে।

শিবতলা লেন অঞ্চলের বহুতল বাড়িটি হঠাৎ হেলে পড়ে পাশের বহুতলটির গায়ে। মুহূর্তে দুই বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পাঁচতলা বহুতল দু’টিকে খালি করে। আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

হেলে পড়া বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আতঙ্কে ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ গিয়ে ভবন দুটি খালি করেছে। সেখানে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

Bootstrap Image Preview