Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হঠাৎই আমার পুরো শরীরে ক্রিম মাখাতে শুরু করে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


এবার হ্যাশট্যাগ মি টু আন্দোলনের জেরে মুখ খুলেছেন টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুলকর। বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রকাশ্যেই শেয়ার করেছেন নিজের যৌন হেনস্তার ঘটনা। কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এই টিভি অভিনেত্রী।

জানা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে একটি কাস্টিং ওয়েবসাইটে অডিশন দেওয়ার সুযোগ পান ভারতীয় এই অভিনেত্রী। সেখান থেকেই রাজা বাজাজের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। সেখানেই রাজা নাকি জানিয়েছিলেন, সোনালকে দেখতে ভালো। কিন্তু এই পেশা সম্পর্কে তার আরও ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। আরও গ্রুম করতে হবে তাকে। তখন রাজার পরামর্শ মতে প্রাথমিক ভাবে রাজার সহকারী হিসেবে কাজ শুরু করেন সোনাল।

কিন্তু সেই অডিশনেই কিছুক্ষণ পরে নাকি নিজের মত বদলে ফেলেন রাজা। সোনালের কথায়, 'আমাকে হঠাৎ কিছু জামা এনে পরে দেখতে বলেন। আমি অবাক হয়েছিলাম। কারণ অন্য এক মডেলের শুটিং চলছিল। সে সময় রাজা হাতে ক্রিম নিয়ে এসে শরীরে মেখে নিতে বলেন। তাতে নাকি ওই পোশাক ঠিক মাপে হবে। তারপর হঠাৎই আমার কাছে চলে এসে জোর করে পুরো শরীরে ক্রিম মাখাতে শুরু করে। আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সে দিন অডিশনে আমার সঙ্গে পরিবারেরও কেউ ছিল না। ফলে আরও ভয় পেয়ে গিয়েছিলাম।

প্রসঙ্গত, পূর্বে এ ঘটনার বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করেছিলেন সোনাল। ২০১২ সালে কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনে গোটা ঘটনাটি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তবে এ বিষয় সম্পূর্ণ অস্বীকার করেই রাজা পুলিশের কাছে বলেছিলেন, ‘সোনাল আমার বাড়িতে এসে তিন লাখ টাকা দাবি করেছিলেন। আমি তা দিতে চাইনি। পরে দেড় লাখ টাকা দাবি করে ও। কিন্তু তা না দেওয়ায় ও পুলিশের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।’

Bootstrap Image Preview