Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুপুরে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:১৭ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টিম বাংলাদেশ।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

প্রথম দুই ওয়ানডে জিতে নেওয়া বাংলাদেশ দল সিরিজ নিশ্চিত করেছে। আজ ম্যাচ জিতলেই হেয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে। তবে আজ একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাষ রয়েছে। সে উদ্দেশ্যেই বৃহস্পতিবার পাঁচ ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদে চলে ঘন্টা দুয়েকের প্রস্তুতি। 

শেষ ওয়ানডেতে সুযোগ পাওয়ার তালিকায় রয়েছে আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আবু হায়দার রনি। এদিকে ফর্মের কারণে আজ বাদ পড়তে পারেন ফজলে রাব্বি।তবে রাব্বীকে আরেকটি সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক। অন্যদের মধ্যে বিশ্রামে যেতে পারেন মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজ। 

দ্বিতীয় ওয়ানডের মতো আজও ব্যাটিং ট্র্যাক উইকেটই হতে যাচ্ছে। তবে যে অধিনায়কই টস জিতুক আগে বোলিংটাই বেছে নিবেন তারা। কারণ সন্ধ্যার শিশির। আবহাওয়ায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।

 

Bootstrap Image Preview