Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে আগুনে ১১ বসতঘর ভস্মীভূত

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েলে ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘর মালিক ও তার ১০ শ্রমজীবি ভাড়াটিয়া পরিবার সর্বস্ব হারায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় শহরের পুরাতন কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝালকাঠি ফায়ারসার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, ওই এলাকার মিল্টন হোসেনের একটি ভাড়াটিয়া ঘর থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক হামিদুল হক, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির পরিদর্শন করেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ তিন হাজার টাকা ও ২ বস্তা শুকনা খাবার বিতরণ করা হয়। 

Bootstrap Image Preview