Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ছেলের 'লাঠির আঘাতে' বাবার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ‘ছেলের লাঠির আঘাতে’ বাবার মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত ওসমান আলী প্রামাণিকের (৭০) বাড়ি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের দিঘীসগুনা গ্রামে।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, “ওসমানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বগুরায় পাঠানোর পরামর্শ দেন বলে ইউপি চেয়ারম্যান জানান।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারা ঘটনাটি শুনেছেন; ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে। 

Bootstrap Image Preview