Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটের পর রবিবারে চট্টগ্রামে শক্তি দেখাবে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সিলেটের পর চট্টগ্রামে নিজেদের শক্তি পদর্শনের স্থান পেল জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী রবিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের কাজীরদেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে তাদেরকে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। বিকাল ৫টার মধ্যে তাদের সমাবেশ শেষ করতে হবে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে।

তবে শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অনুমতি দেয়।

এরআগে গত বুধবার সিলেটে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

Bootstrap Image Preview