Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে ক্ষতিকর আগাছানাশক স্প্রে, লক্ষাধিক টাকার ফসল নষ্ট

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বেগুন ক্ষেতে মাত্রাতিরিক্ত আগাছানাশক স্প্রের মাধ্যমে লক্ষাধিক টাকার ফসল নষ্ট করার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৭ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝিনাইকুড়ি স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার স্কুলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আলতাফ হোসেনের জমিতে দক্ষিণ সালন্দার মৌজার ৫২৬৪ দাগের ৪৮শতক জমির রোপনকৃত বেগুণ গাছে একই গ্রামের ঈমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আগাছানাশক স্প্রে করার মাধ্যমে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আবু বক্কর সিদ্দিক এর সাথে আলতাফ হোসেনের আদালতে মামলা চলছে। এরই জের ধরে বেগুন ক্ষেত নষ্ট কারার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন আলতাফ হোসেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview