Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উল্টো জলপ্রপাতের ধারায় পানির উপরে যাওয়ার রহস্য!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


অবাক হলেও এটাই বাস্তব! যদিও কারণটা খুব সাধারণ। জলপ্রপাতের উল্টোদিকে কোনও পাহাড় নেই। সেই কারণে উল্টোদিক থেকে যে বাতাস আসে তার বেগ এতটাই থাকে যে, তা জলপ্রপাতের ধারাকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দেয়।

তাই প্রকৃতির নিয়মে পানি নিচের দিকেই পড়ার কথা থাকলেও  কিন্তু ভারতে ঘটেছে অন্যরকম এ ঘটনা। মহারাষ্ট্রের নানেঘাটে এমনই এক জলপ্রপাত যার পানি পাহাড় থেকে নিচে না পড়ে উপরের দিকে যায়।

পুনের জুন্নার অঞ্চলের নানেঘাট এক সময় বাণিজ্য পথ ছিল। ভারতের কোঙ্কন উপকূল ও মালভূমের মধ্যে সংযোগ পথ ছিল নানেঘাটের পর্বতাঞ্চল। মূলত ব্যবসায়ীদের থেকে টোল আদায় করা হতো এই পথে। যে কারণে নাম হয় নানেঘাট।

প্রতিদিন ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা নানেঘাটের এই জলপ্রপাত দেখতে ভিড় করেন।

Bootstrap Image Preview