Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ নভেম্বর রানীশংকৈলে ওয়ার্কাস পার্টির জনসভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ

জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবহিকতায় ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় আগামী ৩ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ঠাকুরগাঁও জেলা কমিটির বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে।

পৌর শহরের রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ বিশাল জনসভা। এতে ঠাকুরগাও-৩ আসনের বর্তমান এমপি জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশে সককারের সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান মানিক ও জেলা কমিটির নেতারা বক্তব্য রাখবেন।

এ বিষয়ে ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে জনসভা সফল করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী জনসভায় অসংখ্য জনসাধারণের উপস্থিতি থাকবে।

Bootstrap Image Preview