Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, ২০ দিনে ঝালকাঠিতে ৫৬ জেলের দন্ড

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
ছবি: প্রতিবেদক


প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত ২০ দিনে ঝালকাঠি জেলায় মোবাইল কোর্ট পরিচালনা  করে  ৫৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মেয়াদে ৪১ জেলেকে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। ১৪ জেলেকে অর্থদন্ডে এ পর্যন্ত ৮১ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি ৮২৬ কেজি ইলিশ ও ৪ লক্ষ ১৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা  আ.ন.ম মুশফিকুস সালেহীন।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে শুক্রবার (২৬ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ঝালকাঠি জেলায় মৎস অধিদপ্তরের নেতৃত্বে মোট ১১৯ টি অভিযান ও ১১৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৫৬ টি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview