রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে উৎসবমূখর পরিবেশে ৭ম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পৌরসভার তত্বাবধানে নৌকা বাইচ উদযাপন কমিটির এই নৌকাবাইচ প্রতিযোগিতায় আয়োজন করেন।
লাখো মানুষের ভিড়ে আজ শনিবার বিকাল ৩টায় ভৈরবের মেঘনা নদীর ত্রিবেণী সেতু সঙ্গমস্থলে বাঙালী সংস্কৃতির ঐতিহ্যবাহী মেঘনার জলক্রীড়ায় জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় ১১টি নৌকা ৩টি ধাপে অংশগ্রহণ করে। তিন পর্বের প্রতিযোগিতায় ৩টি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে সর্বশেষ ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয়।
পরে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চান মিয়া মাঝির নৌকা বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি ষাঁড় গরু পুরুস্কার হিসেবে তুলে দেয়া হয়। অংশগ্রহণকারী সকল নৌকা প্রতিযোগিদের শান্তনা পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতায় নৌকা বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, ভৈরব-কুলিয়ারচর জোন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন প্রমুখ।