Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঝ মাঠেই বিস্ফোরিত লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১০:১২ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:১২ AM

bdmorning Image Preview


স্টেডিয়াম ছেড়ে বেরনোর পথে কার পার্কিংয়েই ভয়াবহ আগুনে ভস্মীভূত লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার। শনিবার ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী থাকল লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়াম।

ঘরের মাঠে এদিন ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ দেখে ফিরছিলেন লেস্টার সিটির চেয়ারম্যান। তবে ক্র্যাশ করার মুহূর্তে তিনি হেলিকপ্টারে ছিলেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শীদের মতে, কার পার্কিং থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হেলিকপ্টারটিকে ভস্মীভূত হতে দেখেন তারা। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলে।

শনিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে খেলা শেষ করে ২০১৬ ইংলিশ প্রিমিয়র লিগ জয়ী লেস্টার সিটি। খেলার শেষ বাঁশি বাজার ঘন্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এই দুর্ঘটনার সম্মুখীন হয় ম্যানেজার শ্রীবদ্ধনাপ্রভার হেলিকপ্টারটি। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের টেল রটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হেলিকপ্টারটিকে নীচে নেমে আসতে দেখেন তারা। এরপর বিকট শব্দে নীচে আছড়ে পড়তেই ভয়াল আগুন গ্রাস করে হেলিকপ্টারটিকে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়াম সংলগ্ন পার্কিং। যদিও শনিবার রাত অবধি দুর্ঘটনার বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি লেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ।

তবে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে লেস্টার ফুটবলার থেকে সমর্থকদের মধ্যে। ক্লাবের ম্যানেজার আদৌ ওই হেলিকপ্টারে ছিলেন কিনা, জানতে উদগ্রীব হয়ে পড়েন তারা। স্টেডিয়ামের বাইরেই কান্নায় ভেঙে পড়েন লেস্টার গোলরক্ষক স্কেমিচেল।

২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়িন ইউরোর বিনিময়ে লেস্টার সিটির মালিকানা গ্রহণ করেন থাইল্যান্ডের শিল্পপতি ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। ২০১৫-১৬ মরশুমে তাঁর মালিকানাধীনেই প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয় লেস্টার সিটি। প্রাইভেট হেলিকপ্টারেই লন্ডন থেকে দলের ম্যাচ দেখতে আসতেন বছর ষাটের এই শিল্পপতি। রবিবারও প্রথামাফিক দলের হোম ম্যাচ দেখতে স্টেডিয়ামে উড়ে এসেছিলেন তিনি। ফেরার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু নিশ্চিত কোনও সংবাদ না মেলায় দুর্ঘটনায় তিনি জীবিত আছেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফুটবল অনুরাগীদের কাছে।

Bootstrap Image Preview