Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে আশরাফুলের ভিত্তি মূল্য ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:০৯ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:০৯ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট রোববার। আজ সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে এবাবের খেলোয়াড় বাছাইয়ের নিলাম।

`এ+`, `এ`, `বি`, `সি`, `ডি` ও `ই` এই ছয় ক্যাটাগরিতেই ১৫৫ জন খেলোয়াড়দেরকে রাখা হবে। আর এই গ্রেডের ওপর ভিত্তি করেই খেলোয়াড়দের মূল্য নির্ধারণ হবে। গ্রেডিংয়ে `এ+` ক্যাটাগরিতে আছেন শুধু মুশফিকুর রহিম। তাঁর ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪০-৬০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে বাংলাদেশ দলের সাতজন খেলোয়াড় রয়েছেন। এনামুল হক বিজয়, সৌম্য সরকার,মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও রুবেল হোসেন এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তাঁদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের ১৭ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলছেন বা আগে খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্যে শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক অন্যতম। মাত্রই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া মোহাম্মদ আশরাফুলও রয়েছেন ‘বি’ ক্যাটাগরির তালিকায়। এই তালিকায় খেলোয়াড়ের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়ের ভিত্তি মূল্য শুরু হবে ৮ লাখ টাকা থেকে। সর্বশেষ থাকা ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। 

Bootstrap Image Preview