Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু, হাসপাতালে ৪

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৩৩ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৩৩ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় মায়া রাণী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একই পরিবারের আরও ৪ জন।

শনিবার (২৭ অক্টোবর) উপজেলার পুড়াইকলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মায়া রাণী ওই এলাকার সুনীল দেবনাথের স্ত্রী।

অসুস্থরা হলেন, নিহত মায়া রাণীর স্বামী সুনীল দেবনাথ, তাদের সন্তান সুকুমার দেবনাথ ও শংকর দেবনাথ এবং সুনীল দেবনাথের ভাতিজা মিঠুন দেবনাথ।

এদের মাঝে পরে আশংকাজনক অবস্থায় সুনীল দেবনাথ ও মিঠুন দেবনাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই পরিবারের সকলেই একসাথে লাল রঙের ডিম দিয়ে তৈরি তরকারি খান। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে সকলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।  চিকিৎসাধীন অবস্থায় মায়া রাণী মৃত্যুবরণ করেন। বাকিদের সিলেট এবং হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে।

এব্যাপারে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সাইফুর রহমান সোহাগ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে একজনের মৃত্যু এবং বাকিরা অসুস্থ হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

Bootstrap Image Preview