Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন     

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview


গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে মাকড়ি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

মাকড়ি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি পদে পুনঃনির্বাচিত হন আব্দুর রহমান। এছাড়া সহ-সভাপতি পদে হাজী ছালিক আহমদ, সম্পাদক পদে জমান আহমদ, কোষাধ্যক্ষ পদে শিরিন বেগম নির্বাচিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও প্রবীন ব্যক্তিত্ব জমান আহমদ।

এছাড়া সদস্য পদে যে ৮ জন সদস্য নির্বাচিত হন তারা হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল জলিল, শমসের আলী, আব্দুল আহাদ বাবু, সালামত হোসেন, নেওয়ারুন বেগম, আয়শা বেগম ও রুবি বেগম। সভায় কণ্ঠ ভোটে ১২ সদস্য বিশিষ্ট কমিটি পূনঃগঠন সম্পূর্ণ হলে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।
 

Bootstrap Image Preview