Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া, ফ্রান্স ও জার্মান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিরিয়ার গৃহযুদ্ধের দীর্ঘ মেয়াদি একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তি দৃঢ় করার চেষ্টায় শনিবার ইস্তাম্বুলে তুরস্ক, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা সম্মেলনে বসছেন। খবর এএফপি’র।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়া সংঘাত বিষয়ে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে আমন্ত্রণ জানাবেন। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা এ সংঘাতে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

এর আগে সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্ক এ ইস্যু নিয়ে ইরানের সাথে আলোচনা করেছে।  এটিই প্রথম সম্মেলন যেখানে ইউরোপীয় ইউনিয়নের দু’টি গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে তুরস্ক ও রাশিয়ার নেতাদের একত্রিত করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেন, সম্মেলনের প্রাথমিক লক্ষ্য হবে এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য নেয়া পদক্ষেপগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা এবং একটি রোডম্যাপ নির্ধারণ করা। এ সম্মেলনে বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি ইদলিবের অস্ত্রবিরতি চুক্তি মেয়াদ বাড়ানো ও দৃঢ় করার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।

Bootstrap Image Preview