Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আলম মোল্লা (৩৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া ২০টি বাড়িও ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সদর উপজেলার আমুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আলম আমুড়িয়া গ্রামের তোজাম মোল্লার ছেলে।

আমুড়িয়া গ্রামের আলেক মোল্লা জানান, এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় কুচিয়ামোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য টিপু মোল্লা ও সোহেল মোল্লার সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছে। টিপু ও সোহেল রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এলাকায় সামাজিক দল পরিচালনা করেন। সম্প্রতি টিপুর সামাজিক দল থেকে শওকত মোল্লাসহ বেশ কয়েকজন সোহেলের দলে যোগ দেওয়ার ঘোষণা দেন। যা নিয়ে টিপু ও সোহেলের সমর্থকদের বিরোধ চরমে পৌঁছে। পাশাপাশি উভয় পক্ষ পরস্পরকে শক্তি প্রদর্শনের হুমকি দেয়।

এরই একপর্যায়ে শনিবার সকালে উভয় পক্ষ একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টিপুর সমর্থক স্থানীয় আওয়ামী লীগকর্মী ও আমুড়িয়া বাজারের সবজি ব্যবসায়ী আলম মোল্লা প্রতিপক্ষের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।’

কুচিয়া মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদার বলেন, ‘উভয় পক্ষ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকার আধিপত্য নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে এ সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে।’
 

Bootstrap Image Preview