মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. আশরাফ হোসেন ঝালকাঠি জেলার ই-সার্ভিস সিস্টেম, ফ্রন্ডডেক্স কার্যক্রম, জেলা তথ্য বাতায়ন, জেলা ব্র্যান্ডিং কার্যক্রম ভিডিও কনফারেন্সিং সিস্টেম পরিদর্শন করেন।
এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ই-ফাইলিং, জেলা ব্র্যান্ডিং ও ইনোভেশন বিষয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেলোয়ার হোসেন মাতুব্বর, সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।