বিয়ের পোশাক সচরাচর জীবনে একবারই পরা হয়। এ সময় বর্ণিল সাজে অতিথিদের সামনে হাজির হয় বর-কনে। পুরো আয়োজনে অতিথিদের আকর্ষণের অনেক বস্তু থাকলেও কনের পোশাকের প্রতি সবারই আলাদা নজর থাকে এবং সেটিই স্বাভাবিক।
সে পোশাকই যদি ‘ব্যতিক্রম’ কিছু হয় তাহলে তো চোখ তোলারই অবস্থা থাকবে না। এমন একটি ঘটনাই ঘটেছে চীনের প্রত্যন্ত এক গ্রামে।
চীনের ২৮ বছর বয়সী তান লিলি নামে এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। লিলি জানান, বাড়ি তৈরির পর তার ঘরে সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
বৃষ্টিস্নাত এক বিকালে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করেন।
তারপর সেই পোশাক পরিহিত একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন; যা এখন ব্যাপক আলোচিত বিষয়। ডেইলি মেইলের এক সংবাদ থেকে জানা যায়, ৪০টি সিমেন্টের ব্যাগ ব্যবহার করে পোশাকটি তৈরি করা হয়েছে।