Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরের পায়ব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৯) ও রিয়াজ (১৯) নামে ২ যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৮ অক্টোবর) সকালের দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী পায়ব গ্রামের নজুরুল ইসলাম ছেলে ও রিয়াজ রানী মুহুরী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ওই গ্রামেই শরিফুল ইসলামের নির্মাণাধীন দু'তলা ভবনের উপর ৩ কেভি সঞ্চলন লাইনে প্লাস্টিকের পাইপ লাগানোর জন্য যায় তারা। মেহেদী হাসান বিদ্যুৎ লাইনে পাইপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে রিয়াজওঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, ঘনাস্থল থেকে মেহেদী ও রিয়াজ নামে দু'টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview