Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদক ব্যবসায়ীরা যারা আছেন ব্যবসাটা ছেড়ে দেনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৬ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের ব্যবসায়ীরা যারা আছেন ব্যবসাটা ছেড়ে দেন। অনেক ব্যবসা করেছেন, যদি না ছাড়েন করুন পরিনতির জন্য আমরা দায়ী থাকবো না। মাদক এ দেশ থেকে দূর করবো, এই যুব সমাজকে রক্ষা করতেই হবে। 

গতকাল রবিবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নজিপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা বিশ্ব নিয়ে যে স্বপ্ন দেখছি ৪১ সালের প্রতিশ্রুতি করতে হলে আমাদের যুব সমাজকে ও তাদের মেধাকে বাঁচাতেই হবে। সেইজন্য আমরা আহব্বান করছি। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন। সেটা পালন করতে যতখানি কঠোর হওয়া দরকার আমরা হবো। আমরা কাউতে ছাড় দিবো না। আপনারা হয়তো এর মধ্যে টের পেয়ে গেছেন।

এসময় পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview