Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে হাতাহাতির মধ্য দিয়ে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview


নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় হাতাহাতি ও হট্টগলের মধ্য দিয়ে জাতীয় পার্টির সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকেল ৩ টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বসুরহাট পৌর কমিটির সভাপতি গঠনকে কেন্দ্র করে হেকিম শহীদ উল্যাহর গ্রুপ ও নুরুল হক সবুজ গ্রুপের মধ্যে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। এসময় দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। পরে পুলিশ এসে পরিস্খিতি নিয়ন্ত্রন করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হাসান মঞ্জুর। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু,উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  জাতীয় পার্টির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া।সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির আহবায়ক মুন্সি আব্দুল লতিফ মেম্বার। সম্মেলন যৌথভাবে পরিচালনা করেন সাইফুল ইসলাম স্বপন ও মাহবুব জামিল মাসুম।

এসময় সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আব্দুল লতিফ মেম্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও বসুরহাট পৌরসভার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব জামিল মাসুমের নাম ঘোষণা করা হয়।সংঘর্ষের কারণে পৌরসভার সভাপতির নাম ঘোষণা করা হয়নি।    

Bootstrap Image Preview