Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬০ বছর ধরে শুধু পেপসি পান করে বেঁচে আছেন তিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


১৯৫৪ সাল থেকে যুক্তরাজ্যের সারের বাসিন্দা জ্যাকি পেজ (৭৭) বয়সী এই বৃদ্ধা পানীয় হিসেবে শুধু পেপসি খেয়েই বেঁচে আছেন।

তিনি আরও জানাচ্ছেন, গত এক দশক ধরে পানিও পান করেন না তিনি। গত ৬০ বছর ধরে পেপসি পান করে চলছে তার জীবন। মোটেই অসুবিধা হচ্ছে না তার।

তিনি জানান, তখন আমার বয়স ১৩ ছিল। পেপসিতে প্রথম চুমুক দিয়েই আমি বুঝে গিয়েছিলাম এটি আমার জন্য চমৎকার।সকালে ঘুম থেকে উঠে পেপসির ক্যান হাতে নিয়ে বসি আমি। দিনে চার ক্যান পেপসি লাগে আমার।

হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৯৩ হাজার ৪৪০ ক্যান পেপসি পান করেছেন জ্যাকি। অর্থাৎ তিন হাজার কেজি শর্করা তার শরীরে গেছে শুধু পেপসি থেকেই।

অবাক করার মতো বিষয় হচ্ছে- প্রতিদিন পেপসি খাওয়ার পরও তার ওজন তেমন বাড়েনি। আর বাকি সবার মতোই সুস্থ আছেন জ্যাকি।হ্যান্ডব্যাগে সবসময় পেপসি রাখেন তিনি।

এমন কি সন্তান হওয়ার সময়ও হাসপাতালে পেপসি নিয়ে গিয়েছিলেন বলে জানান জ্যাকি। এখনও নিয়মিত পেপসি পান করে যাচ্ছেন এ বিস্ময়কর পেপসিভক্ত।

Bootstrap Image Preview